নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম দিন৷ তার আগে মঙ্গলবার সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ৬৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এদিন সি পি এমের ৮ জন, কংগ্রেসের ১২ জন, বিজেপির ১২ জন, আইএনপিটির ৫ জন, আইপিএফটির ৭ জন, আমরা বাঙালীর ৯ জন, ফরোয়ার্ড ব্লকের ১ জন, ত্রিপুরা পিপলস পার্টির ৪ জন, সিপিআই (এমএল) এর ২ জন, এনসিটির ২ জন, তৃণমূল কংগ্রেসের ১ জন এবং নির্দল প্রার্থী ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ বামফ্রন্টের ৫৯ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ খোয়াই কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন৷ এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরও আগামীকালের মধ্যেই মনোনয়ন পত্র দাখিল করতে হবে৷
2018-01-31