নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ রবিবাসরীয় সকালেই নির্বাচনী প্রচারে ঝড় তুলল রাজ্যের প্রধান তিন রাজনৈতিক দল৷ বামেরা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিলেও রবিবার থেকে প্রচারে অংশ নিল বিজেপি ও কংগ্রেস৷ এদিন সকালে বাধারঘাট কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী ঝর্ণা দাস বৈদ্য, আট নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রত্না দত্ত, বনমালীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত প্রচারে অংশ নিয়েছেন৷
ঝর্ণা দাস বৈদ্য এর আগেও বিধানসভা নির্বাচনে প্রচারে অংশ নিয়েছিলেন৷ দীর্ঘদিন বাদে আবারও বামফ্রন্ট মনোনিত প্রার্থী হিসাবে এদিন বাধারঘাট কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন৷ পুরভোটে কংগ্রেস প্রার্থী হিসেবে ইতিপূর্বে প্রচারে অংশ নিয়েছিলেন রত্না দত্ত৷ এইবারই প্রথম বিধানসভা নির্বাচনে আট নং টাউন বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রচার শুরু করে দিয়েছেন তিনি৷ শনিবার প্রার্থী তালিকা ঘোষণা দেয় কংগ্রেস৷ তাই রবিবার থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন রত্না দত্ত৷
এদিকে, রাজ্যের প্রধান বিরোধীী দল হিসাবে এইবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি৷ শনিবার রাতে প্রার্থী কালিকাা ঘোষণা দেয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি৷ দল বিজেপি রাজ্য সভাপতিকে বনমালীপুর কেন্দ্রে প্রার্থী করেছে৷ রবিবার দিল্লি থেকে আগরতলায় ফিরেই নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে পৌঁছলেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ এলাকায় বিপ্লবকে ঘিরে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে৷ শনিবার দিল্লিতে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি’র প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে৷
এই তালিকা অনুযায়ী বিপ্লব কুমার দেব ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রত্যাশী৷ আর আজ আগরতলায় ফিরে এসেই ছুটে গেলেন বনমালীপুর কেন্দ্রে৷ দলের মন্ডল কমিটির কার্যালয়ে এলাকার নেতাদের নিয়ে শুরু হয়েছে বৈঠক৷ উৎসুক জনতা বিপ্লবকুমার দেবকে স্বাগত জানাতে ছুটে আসেন মন্ডল কমিটির কার্যালয়ে৷ উল্লেখ করা যেতে পারে, এই কেন্দ্রে সিপিআইএম তাদের পার্টির যুবনেতা অমল চক্রবর্তীকে প্রার্থী করেছে৷ অন্যদিকে কংগ্রেস এলাকার বিধায়ক গোপাল রায়কে পুণরায় প্রার্থী করেছে৷
এদিকে, রামনগরে সুবিশাল বাইক র্যালী করেছেন বিজেপি প্রার্থী সুরজীৎ দত্ত৷ গত বিধানসভা নির্বাচনেও তিনি এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ কিন্তু, মাত্র ৬২ ভোটে তিনি পরাজিত হয়েছিলেন৷ এরপর সুরজীৎবাবু দল ছেড়ে প্রথমে তৃণমূল কংগ্রেসে এবং শেষে বিজেপিতে যোগ দেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রামনগর কেন্দ্রের প্রার্থী করা হয় তাঁকে৷ এদিন সমর্থকদের নিয়ে সাত সকালেই বেরিয়ে পড়েন তিনি৷ বাইক র্যালী রামনগরের বিভিন্ন এলাকা ঘুরেছে৷