শিলং , ২৪ জানুয়ারি(হিঃস)৷৷ মেঘালয়ে বিজেপির আদর্শ চলবে না৷ তাই এবারও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য সরকার গড়বে কংগ্রেস৷ বক্তা নিখিল ভারত কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক সিপি জোশি৷ তিন দিনের রাজ্য সফরে রয়েছেন সিপি জোশি৷ আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের রণনীতি তৈরি করতে দফায় দফায় রাজ্যে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে জোশি জোরের সঙ্গে ফের রাজ্যের ক্ষমতা মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেস দখল করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷ বলেন, বিজেপি’র নোংরা খেলা এই রাজ্যে ধোঁপে টিকবে না৷ খরকূটোর মতো উড়ে যাবে তারা৷ তিনি বলেন, কংগ্রেসের প্রদেশে নির্বাচন কমিটি যে সকল প্রার্থীর নাম সুপারিশ করেছিল, স্ক্রিনিং কমিটি তাঁদের নাম অনুমোদন করেছে৷ তবে এতে চূড়ান্ত সিল মোহর বসাবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি৷ প্রার্থীদের নাম মনোনয়নের তারিখ ঘোষণার আগেই খোলসা করা হবে বলে জানান সিপি৷ তিনি বলেন, কংগ্রেসের বেশ কয়েকজন বিদ্যমান বিধায়ক দল ছেড়ে চলে গেলেও কোনও ক্ষতি হবে না৷ প্রত্যেক নির্বাচনের আগে এমন অনেক সুযোগসন্ধানী দল বদল করে থাকেন৷ ভোটের বাজারে তাঁদের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ মেঘালয়ের ঘটনাও বিচ্ছিন্ন বা নতুন নয়৷
বিজেপি সরকার গঠন করার দিবাস্বপ্ণ দেখছে বলে কটাক্ষ করে জোশি বলেন, মোঙ্গেরিলাল কে স্বপনে দেখতেই পারে বিজেপি, এতে দোষ কোথায়? তবে তারা যে নীতি ও আদর্শের ফেরি করছে তা কি মেঘালয়ের মানুষ গ্রহণ করবেন? প্রশ্ণ করে নিজেই উত্তর দিয়ে বলেছেন না৷ বলেন, অন্য দলের বর্জিত প্রার্থীই বিজেপি’র ভরসা৷ নানাভাবে ক্ষেপিয়ে তুলে সরকার গঠনের স্বপ্ণ দেখছে তারা৷ তিনি বলেন, বিজেপি তো বটেই, এনপিপি এবং অন্য রাজনৈতিক দলগুলিকে সম্ভাব্য হুমকি হিসেবে কংগ্রেস কখনও বিবেচনা করে না৷ তিনি আরও বলেন, এনপিপি এবং আঞ্চলিক দলগুলোকে উত্তরপূর্ব গণতান্ত্রিক জোট (নেডা) এর অংশীদার করতে বিজিেপ মরিয়া হয়ে উঠেছে৷ এতে অন্য দলগুলি বুঝতে পারছে না তারা পরোক্ষে বিজেপিকেই সমর্থন করছে৷ মেঘালয়ের গির্জাগুলির নামে কেন্দ্রীয় সরকার কর্তৃক ৭০ কোটি টাকার প্রকল্প বরাদ্দের আকস্মিক সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জোশি৷