কলকাতা,২৪ জানুয়ারি ( হি.স.) : যশোবন্ত সিনহার ডাকে ৩০শে জানুয়ারি দিল্লিতে মোদী বিরোধী কনভেনশনে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস । ফলে, দেশের মধ্যে মোদি বিরোধী অন্যতম মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে । এখন মোদী বিরোধিতায় যে কোনও উদ্যোগেই ডাক পড়ছে তৃণমূল কংগ্রেসের ।
বহুদিন ধরেই আর্থিক নীতি সহ একাধিক ইস্যুত মোদী বিরোধীতায় সরব যশবন্ত সিনহা । কনভেনশন ডেকে এবার মোদী বিরোধীদের একছাতার তলায় আনতে চাইছেন তিনি । তৃণমূল কংগ্রেস তাতে সামিল হওয়ায় সেই উদ্যোগ আরও গতি পাচ্ছে । নানা ইস্যুতে দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর পাশে দাঁড়ানোর পর এবার কনভেনশনে যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের । কনভেনশনকে ব্যবহার করে জাতীয় স্তরে মোদী বিরোধীতায় বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হবে ৷ পরবর্তী লোকসভা নির্বাচনের কৌশল তৈরিও হবে এই কনভেনশনের উদ্দেশ্য ৷ এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তৃণমূল সুপ্রিমোর ৷ ফলে ৩০ জানুয়ারি দিল্লিতে যশবন্ত সিনহার মোদী বিরোধী কনভেনশনে যোগ দিয়ে ২০১৯ সালে জাতীয় রাজনীতিতে মোদী বিরোধীতায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম মুখ হতে চলেছেন বলে রাজনৈতিক মহলের ধারনা ৷
এর আগেও মুম্বইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবদের সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর । নোট বাতিল থেকে আর্থিক বৃদ্ধি – মোদী সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এতে ক্রমশ মোদী বিরোধী শক্তি হিসাবে বিশ্বাসযোগ্যতা পেয়েছেন তৃণমূল সুপ্রিমো । জাতীয় রাজনীতিতে মোদি বিরোধীতায় অন্যতম শক্তি হিসাবে উঠে আসার ক্ষেত্রে তাই এগিয়ে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
রাজনৈতিক মহলের ধারনা, মঙ্গলবার শিবসেনা এন ডি এ ছাড়ার কথা ঘোষণা করায় বদলে যেতে পারে অনেক সমীকরণ । তা বুঝেই তৈরি থাকছে মোদী বিরোধীরা । তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এনডিএ-তে ছোট দলগুলি সম্মান পাচ্ছে না ৷ বিভিন্ন সংস্থা দিয়ে ছোট দলগুলিকে ভয় দেখানো হচ্ছে ৷ ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা ৷ দেখুন, ভবিষ্যতে একে একে সবাই বিজেপির সঙ্গ ছাড়বে’। কেন্দ্রে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে তৃণমূল । তাই যশোবন্ত সিনহার এই প্রচেষ্ঠা জাতীয় রাজনীতিতে অন্য মাত্রা পাবে বলে অনেকেই মনে করছেন ।