স্যান্টিয়াগো, ২১ জানুয়ারি (হি.স.) : উত্তর চিলিতে ভয়াবহ ভূমিকম্পে আতঙ্ক ছড়াল৷ রিখটার স্কেলে এর তীব্রতা ৬.৩৷ এই কম্পনের এতটাই তীব্রতা ছিল, এর ফলে নিকটস্থ পেরু এবং বলিভিয়াও কেঁপে ওঠে৷ তবে উত্তর চিলির এই ভূমিকম্পে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে বেশ কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে৷ এই ভূমিকম্পে কোনও মৃত্যুর খবর পাওয়া যায় নি৷ জানা গিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ এই ভূমিকম্পের ঘটনাটি ঘটে৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তারাপাকা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে ও ১১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব পেরুভিয়ান শহরের তাকনা শহরে৷ এই ভয়াবহ ভূমিকম্পে জেরে সুনামির কোনও অাশঙ্কা নেই বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি পেরুতে ভয়াবহু ভূমিকম্পে প্রাণ হারায় ৬৫ জন৷
2018-01-21