নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হতেই সক্রিয় ভূমিকা পালন করতে নেমেছে
প্রশাসন৷ শনিবার পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকে, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, পুর নিগমের টাস্ক ফোর্স নিয়ে শহরের যত্রতত্র লাগানো রাজনৈতিক দলগুলির প্রচারসজ্জা খোলার জন্য নেমেছেন৷ সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার সহমতের ভিত্তিতেই খোলা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকে৷
নির্বাচনী প্রচারসজ্জা শহরের সমস্ত র্যালিং, সেতু সহ-সরকারী জায়গায় লাগানো নির্বাচনী প্রটোকল বহির্ভূত৷ শহরের একাধিক রাজনৈতিক দলের বুথ অফিস ও খোলা হয়েছে সরকারী জায়গায়৷ এই সমস্ত প্রচার সজ্জা তুলে নিয়ে আচরণবিধি মেনে প্রচারসজ্জা লাগানোর অনুরোধ জানিয়েছেন জেলা শাসক৷ ৪ ফুট উচ্চতায় ফ্ল্যাগ এবং ২ ফুট দূরত্বে প্রত্যেক দলগুলির পতাকা লাগাতে হবে, সাফ জানিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলির ৭০ শতাংশ বুথ অফিস সরকারী জায়গায় খোলা হয়েছে৷ উত্তর গেইট থেকে মহাকরণ পর্যন্ত সব দলের নির্বাচনী প্রটোকল বহিভূর্ত বুথ অফিস তোলা এবং প্রচারসজ্জা খোলাকে কেন্দ্র করে কেউ বাধা দান করেনি৷ সুস্থভাবে রাজনৈতিক দলগুলি এমনভাবে গণতন্ত্রের পবিত্র উৎসব ভোট গ্রহনে স্বতঃস্ফূত অংশ গ্রহণ করবে প্রত্যাশা ব্যক্ত করেছেন পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকে৷