কাবুল, ২০ জানুয়ারি (হি.স.): আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে রাস্তার ধারে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল একজনের| এছাড়াও আহত হয়েছেন একজন| প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসাম জানিয়েছেন, শনিবার সকালে পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে রাস্তার ধারে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়| একটি গাড়ি ল্যান্ডমাইনের উপর থেকে যাওয়া মাত্রই জোরালো বিস্ফোরণ হয়| এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন একজন| প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসাম জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে| আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে আফগান পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ এবং বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল অন্তত ৪১ জনের| ওই ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে ১২ জন|