নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ রাজ্যে ফের এক বিজেপি কর্মী খুন হয়েছেন৷ নিহত বিজেপি যুবমোর্চার কর্মীর নাম চিরঞ্জিত দাস (২৬)৷ জানা গেছে প্রথমে বাকবিতন্ডা ও পরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে এই বিজেপি কর্মীকে৷ তাঁর বাড়ি সিধাই থানাধীন সিমনা কলোনি এলাকায়৷ নিহতের মা বিজেপি-র পৃষ্ঠাপ্রমুখ৷ তাঁদের বাড়িতে বিজেপি-র অফিস করার বিষয়কে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত৷ জানা গেছে, খুনের দায়ে প্রধান অভিযুক্ত কার্তিক দাস এবং তাঁর পরিবারের সদস্যরা সিপিআইএম সমর্থক৷ পুলিশ সূত্রের খবর, কার্তিক এবং চিরঞ্জিত তাঁরা একই পরিবারের সদস্য৷ পরিবারিক সম্পর্ক অনুযায়ী দুজন খুড়তুতো ও জ্যঠতুতো ভাই৷ কিন্তু রাজনৈতিক কারণে উভয় পরিবারের মধ্যে বিবাদ চলছিল বহুদিন ধরে৷ এদিকে পরিবারের লোকজন জানিয়েছেন, পৌষ সংক্রান্তির দিনেই খুনের চেষ্টা হয়েছিল৷ দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় সেদিনই৷ তখনই চিরঞ্জিতকে দেখে নেওয়ার, এমন কি খুন করার হুঁশিয়ারি দিয়েছিল কার্তিক৷
সোমবার রাতে ছোটভাই কার্তিক এসে চিরঞ্জিতকে ঘর থেকে ডেকে নিয়ে যায়৷ রাস্তায় চিরঞ্জিতের পেটে ছুরি দিয়ে আঘাত করে কার্তিক৷ তাঁর চিৎকার শুনতে পেয়ে পরিবারের লোকজন এবং এলাকাবাসী ছুটে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও অগ্ণিনির্বাপক কর্মীরা৷ তাঁরাই গুরুতর আহত অবস্থায় চিরঞ্জিতকে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
ঘটনাস্থলে থেকে কার্তিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় লেকাজন তাকে হাতেনাতে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন৷ ময়নাতদন্তের পর মঙ্গলবার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে ছুটে গেছেন বিজেপি’র নেতারা৷ এই ঘটনায় অভিযুক্ত কার্তিক দাসের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বিজেপি কর্মী এবং চিরঞ্জিতের পরিবার৷ এলাকাবাসীর অভিযোগ, কার্তিক সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ভাবে চিরঞ্জিতকে খুন করেছে৷ কারণ চিরঞ্জিতকে ঘর থেকে ডেকে আনার সময়ই কার্তিক ছুরি নিয়ে এসেছিল৷ এ ঘনটাকে কেন্দ্র করে সিমনা কলোনি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷