নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ জানুয়ারি৷৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতিমোহন জমাতিয়া রবিবার তাঁর নিজ বাড়িতে এক সভায় কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন৷ ওনার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দলের সহ-সভাপতি রামপদ জমাতিয়া৷ এ সভায় এমডিসি জয়কিশোর জমাতিয়াও উপস্থিত ছিলেন৷ রতিমোহন জমাতিয়ার বর্তমান বয়স ৮৫ বছর৷ তিনি ৩০ নং বাগমা বিধানসভা কেন্দ্র থেকে টিইউজেএস এর প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার জয়ী হন৷ টানা ১৯৭৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রাজ্য বিধানসভার সদস্য ছিলেন রতিমোহন জমাতিয়া৷ ১৯৮৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাজ্য বিধানসভার উপাধক্ষ্য পদে ছিলেন৷ ওনার বিজেপি দলের যোগদান বাগমা বিধানসভা কেন্দ্রের জন্য খুবই তাৎপর্যপূর্ণ৷ এতে এই কেন্দ্রে বিজেপির প্রভাব বাড়বে বলে অনেকের ধারণা৷ যোগদান পর্বে বিজেপির রাজ্য সহ-সভাপতি রামপদ জমাতিয়া বলেন, পৌষপার্বনের এই শুভ দিনে শ্রী জমাতিয়ার বিজেপি দলে যোগদান এই দলের পক্ষে খুবই অর্থবহ৷ তাতে করে বিজেপির দলীয় কর্মীদের মনোবল আরো বৃদ্ধি পাবে৷ যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটন পাল, নকুল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ উল্লেখ্য গত বুধবার ৩০ নং বাগমা মন্ডলের উদ্যোগে বাগমা বাজারে ভারতীয় জনাতা পার্টির এক সভায় শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলের ১১২ পরিবারের ৩২৩ জন ভোটার বিজেপির রাজ্য সহসভাপতি উপস্থিতিতে বিজেপির পতাকা তলে সামিল হন৷
2018-01-15