অকল্যান্ড, ১৪ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিশাল জয় পেল ভারতীয় দল। রবিবার প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৮ রান করে ভারত। জবাবে ২২৮ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। শিবম মাভি ও নাগরকোটি তিনটি করে উইকেট নেন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৮ রান করে ভারত। শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভারতের ব্যাটসম্যানরা। শেষদিকে অবশ্য পরপর উইকেট পড়ে যায়। তবে তাতে ভারতীয় দলের বড় রান তুলতে কোনও সমস্যা হয়নি। পৃথ্বী ৯৪, মনজ্যোৎ কালরা ৮৬ ও শুভম গিল ৬৩ রান করেন। পৃথ্বী ও মনজ্যোতের জুটিতে যোগ হয় ১৮০ রান। তার ফলেই বিশাল স্কোর করে ভারত। জ্যাক এডওয়ার্ডস ৬৫ রান দিয়ে ৪ উইকেট নেন। একটি উইকেট নেন স্টিভ ওয়ার পুত্র অস্টিন ওয়া।
এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অজ়িদের শুরুটাও খুব একটা মন্দ হয়নি। দলের দুই ওপেনার জ্যাক এডওয়ার্ডস এবং ম্যাক্স ব্রায়ান্ট লড়াই করার মতো ব্যাটিং করতে থাকে। তবে ওপেনিং পার্টনারশিপ মাত্র ৫৭ রানের হয়। ক্যাঙারু শিবিরে প্রথম আঘাত হানেন কমলেশ নাগরকোটি। ২৯ রানে ফিরিয়ে দেন ব্রায়ান্টকে। এরপর অধিনায়ক জ্যাসন সঙ্গা অস্ট্রেলিয়ার স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু, ১৪ রানে অভিষেক শর্মার বলে তিনিও ফিরে যান। কিছুটা হলেও লড়াই চালান জোনাথন মার্লো (৩৮)। ক্রিজ়ে খুব বেশি সময় কাটাতে পারেননি পরম উপ্পল (৪)। অভিষেক শর্মা দুরন্ত থ্রো’য়ে তিনি প্যাভিলিয়নের রাস্তা ধরেন। তবে তখনও ব্যাটিং করে যাচ্ছেন জ্যাক। ততক্ষণে তিনি অবশ্য নিজের হাফ সেঞ্চুরিটা পূরণ করে ফেলেছেন। এরপর ব্যাট হাতে নামেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার ছেলে অস্টিন ওয়া। কিন্তু, তিনিও ৬ রানের বেশি করতে পারেননি। পরের ওভারেই অনুকূল রায়ের বলে ক্লিন বোল্ড হয়ে যান জ্যাক এডওয়ার্ডস (৭৩)। হাতে বাকি ছিল আরও চার উইকেট। আর জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫৪ রান। ভারতীয় ক্রিকেট শিবিরে ততক্ষণে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এক এক করে ফিরে যান উইল সাদারল্যান্ড (১০), জ়েভিয়ার বারলেট (৭), জ্যাসন রালস্টোন (৩) এবং বাক্সটার হোল্ট (৩৯)। অবশেষে ভারত ১০০ রানে জয় পায়।