পুণে, ১৩ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের সাঙলি জেলার কাডেগাঁও তালুকায় এসইউভি গাড়ির সঙ্গে আখ ভর্তি ট্রাক্টরের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৬ জনের| ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৭ জন| দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে পাঁচ জন হলেন পেশায় কুস্তিগীর| সাতারা জেলার আউন্ধ গ্রামে প্রতিযোগিতা শেষে তাঁরা এসইউভি গাড়িতে চেপে সাঙলি জেলার কুন্দল এলাকায় ফিরছিলেন| গভীর রাত ১টা নাগাদ (শনিবার) সাঙলি জেলার কাডেগাঁও তালুকায় কাডেগাঁও-সাঙলি রোডে এসইউভি গাড়ি ও আখ ভর্তি ট্রাক্টরের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এসইউভি গাড়ির চালক ও পাঁচ জন কুস্তিগীর| রাতের অন্ধকারে জোরালো সংঘর্ষের শব্দ পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে সাতারা জেলার আউন্ধ গ্রামে প্রতিযোগিতা শেষে এসইউভি গাড়িতে চেপে সাঙলি জেলার কুন্দল এলাকায় ফিরছিলেন কুস্তিগীররা| গভীর রাত ১টা নাগাদ (শনিবার) সাঙলি জেলার কাডেগাঁও তালুকায় কাডেগাঁও-সাঙলি রোডে এসইউভি গাড়ি ও আখ ভর্তি ট্রাক্টরের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এসইউভি গাড়ির চালক ও পাঁচ জন কুস্তিগীর| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং মোটর ভেহিকল আইনের সংশ্লিষ্ট ধারায় চিনচিনি-ভাঙ্গি থানায় মামলা রুজু করা হয়েছে|
নিহত কুস্তিগীররা ক্রান্তি কুস্তি সংকূল আখড়ার সদস্য ছিল| আখড়ার সেক্রেটারি শরদ লাদ জানিয়েছেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক| সাতারায় প্রতিযোগিতা শেষে তাঁরা ফিরছিলেন|’