জয়পুর, ১৩ জানুয়ারি (হি.স.): রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু একই পরিবারের পাঁচজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজধানী শহর জয়পুরের বিদ্যানগর এলাকায়। পুলিশ সূত্রে দাবি করা হয় ওই এলাকায় অবস্থিত একটি বাড়িতে রান্নার সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে নিহত হন একই পরিবারের পাঁচজন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা এলাকাটিকে ঘিরে রাখে পুলিশ।
মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের অন্য আরও তিন জন আগ্রা গিয়েছিল। আগুন লাগার খবর পেয়ে তারা ফিরে আসে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনাটি তদন্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।