নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় ৪ জন অভিযুক্তকে মঙ্গলবার কোর্টে তোলা হয়৷ নৃসংশ হত্যা মামলার সিটের তদন্তক্রমে বড়সড় সাফল্যের খবর নেই৷ ২৭ শে ডিসেম্বর অভিযুক্ত তপন দেববর্মা, নন্দুদুলাল রিয়াং, অমিত দেববর্মা এবং ধর্মেন্দ কুমার সিং’র ভয়েজ রেকডিং করার আবেদন জানিয়েছিলেন আদালতে৷ বিভিন্ন ভাষায় ভয়েজ কেকডিং নেওয়া হয় নিম্ন আদালতের ৭ নং বেঞ্চে৷ এই ভয়েজ কল লিস্টের ভয়েজের সঙ্গে মিলিয়ে মামলার তদন্ত করা হবে বলে জানিয়েছেন মামলায় নিযুক্ত সরকারী পক্ষের আইনজীবী৷
টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে ডেকে নিয়ে নৃশংসভাবে খুনের সি বি আই দাবী জানিয়েছে সাংবাদিক মহল৷ সিট তদন্ত শুরু করে খুনের মোটিভ উন্মোচন করতে কালঘাম ঝড়াচ্ছে৷ রাজ্য সরকারের পুলিশকে দিয়ে তদন্ত স্বচ্ছতার জল্পনা জিইয়ে রেখেই কাজ চলছে কচ্ছপ গতিতে৷ অভিযুক্ত কমাডেন্ট তপন দেববর্মার বাংলা, ককবরক, হিন্দি ইংরেজিতে ভয়েজ রেকর্ড করা হয় আদালতে৷ ধর্মেন্দ সিং’র হিন্দি ভাষায়, অমিত দেববর্মা এবং নন্দু দুলাল দেববর্মার ককবরক ও বাংলায় ভয়েজ সংগ্রহ করেছে আদালতে৷ ভয়েজ পরীক্ষার রিপোর্ট আসতেই মামলার প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী মামলায় নিযুক্ত সরকারী আইনজীবী সহ সিটে’র কর্মকর্তারা৷