নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): মাদ্রাসা গুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজ়ভির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, এআইএমআইএম-এর প্রধান আসাউদ্দিন ওয়াসির| তিনি বলেন, রিজভি একজন বড় মাপের জোকার|
মঙ্গলবার এক সাক্ষাতকারে রিজভি জানিয়েছেন, অনেক মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইএএস তৈরি হলেও, বেশ কিছু মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়েছে| কারণ ওই সব মাদ্রাসাগুলো শুধুই জঙ্গি তৈরি করে| তিনি আরও বলেন মাদ্রাসা গুলোতে সিবিএসসি এবং আইসিএসসি-র মত পাঠ্যক্রম চালু করা উচিত| পাশাপাশি ধর্মীয় শিক্ষার বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা উচিত| সাক্ষাত্কারে তিনি পরামর্শ দেন, মাদ্রাসা গুলোতে শুধু মুসলিমদেরই নয়, অন্য ধর্মের পড়ুয়াদের সুযোগ দেওয়া উচিত| তিনি বলেন, ‘আমি এব্যাপারে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছি|
এদিকে রিজ়ভির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলামিন-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি রিজ়ভিকে সবথেকে বড় জোকার বলে কটাক্ষ করেন। বলেন, “ও সব থেকে বড় জোকার ও সুবিধাবাদী\”। কোনও শিয়া অথবা সুন্নি মাদ্রাসায় এরকম শিক্ষা দেওয়া হচ্ছে তা প্রমাণ করে দেখাক। যদি প্রমাণ থাকে তাহলে নিজে যাক সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখাক।” রিজভি আরএসএসের কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে।