নিয়মিত বেতনক্রমের দাবীতে সত্যাগ্রহ ধর্ণা টেট উত্তির্ণ শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ নিয়মিত বেতনক্রম প্রদানের দাবীতে আন্দোলনমুখী ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷

রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ এনে সোমবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় সত্যাগ্রহ ধর্ণা দিয়েছেন টেট উত্তীর্ণ শিক্ষকরা৷ ছবি নিজস্ব৷

সোমবার সার্কিট হাউস সংলগ্ণ স্থানে ৪ ঘন্টা সত্যাগ্রহ ধর্না সংগঠিত করেছেন এসোসিয়েশনের কর্মকর্তারা৷ এসোসিয়েশনের সম্পাদক অজয় পালের অভিযোগ, টেট উত্তির্ণ শিক্ষকদের বেতন বৈষাম্য করছে সুপরিকল্পনা মাফিক রাজ্য সরকার৷ বামফ্রন্ট সরকার শিক্ষক কর্মচারীদের বঞ্চনা জিইয়ে রেখে উদ্বোধনে ব্যস্ত বলেও কটাক্ষ করেছেন তিনি৷

ভোটের মুখে চাপ বাড়িয়ে সরকারকে নিয়মিত বেতনক্রম ইস্যুতে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে শিক্ষকরা৷ তাঁদের অভিযোগ, গোটা দেশে টেটের মাধ্যমে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের অনিয়মিত বেতনক্রম একমাত্র বাম শাসিত ত্রিপুরায় চালু রয়েছে৷ রাজ্য সরকার শিক্ষকদের বেতন বঞ্চনা করে অপমান করছে বলে সুর চড়িয়েছেন অজয় পাল৷ তাঁর অভিযোগ, সত্যাগ্রহ ধর্নার মাধ্যমে সরকারকে বাধ্য করতে রাস্তায় নেমেছেন শিক্ষকরা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার শিক্ষকদের দুর্দশা জানা সত্ত্বেও কুম্ভকর্নের নিদ্রায় আচ্ছন্ন৷ সমস্ত মহকুমার শিক্ষকদের সত্যাগ্রহ ধর্নার পরও নিয়মিত বেতনক্রম চালু করতে গড়িমসি করলে আন্দোলন বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হুশিয়ারী দিয়েছেন সরকারকে অজয়বাবু৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন সুকলে ব্যাপক সংখ্যায় শিক্ষকের সংকট রয়েছে৷ তার মধ্যে টেট উত্তির্ণ শিক্ষকদের নিয়ে রাজ্য সরকার যদি বেতন বৈষম্য করে তাহালে আগামীদিনে যখন এডহক শিক্ষকদের চাকুরীর মেয়াদ শেষ হয়ে যাবে তখন আরও মারাত্মক পরিস্থিতিতে পড়েতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *