বেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.): বিধ্বংসী অগ্নিকাণ্ডে বেঙ্গালুরুর একটি বার কাম রেস্তোরাঁতে নিহত ৫। রবিবার গভীর রাত ২:৩০ মিনিট নাগাদ আগুন লাগে শহরের কালাসিপালইয়া অঞ্চলের কুমবারাস সঙ্ঘ আবাসনের একতলায় অবস্থিত কৈলাস বার এন্ড রেস্টোরেন্ট নামে এক পানশালায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। গোটা এলাকাটিকে তারা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং একটি দমকলের উদ্ধারকারী যান বা রেসকিউ ভিহিক্যাল। টানা কয়েক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই পানশালার ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকায় ৫ জন কর্মী আগুনে পুড়ে মারা গিয়েছে। পানশালার ভেতর থেকে আগুনের হল্কা এবং ধোয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দেয়।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আগুন যখন লাগে তখন পানশালার ভেতরে কোনও ক্রেতা ছিল না। সেই সময় পানশালার কর্মীরা ঘুমিয়ে ছিল। আগুন লাগার টের না পেয়ে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের পরিচয় জানা গিয়েছে মৃতেরা হলেন স্বামী(২৩), প্রসাদ(২০), মহেশ, মঞ্জুনাথ(৪৫), কেরথি(২৪)। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে আগুন লাগে তার তদন্ত চলছে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কালাসিপালইয়া এলাকায়।