কেপটাউন, ৭ জানুয়ারি (হি.স.) : প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন দল থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য পেসার ডেল স্টেইন। জানা গিয়েছে, বাঁ গোড়ালিতে চোটের কারণেই তিনি আর খেলতে পারবেন না। চোট এতটাই গুরুতর যে আগামী দুটো ম্যাচেও তিনি অনিশ্চিত বলে অাশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার খেলার মধ্যাহ্নভোজের বিরতির পর যখন বল করতে এসেছিলেন, তখন হঠাৎ বেকায়দায় তিনি মাটিতে পড়ে যান। তারপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন। চিকিৎসকরা জানিয়েছেন, চলতি টেস্ট ম্যাচে তাঁর খেলা একেবারেই অসম্ভব। হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়েছে, আগামী ৪-৬ সপ্তাহ স্টেইনকে মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হল, বাকি সিরিজেও তিনি হয়ত আর খেলতে পারবেন না। গতবছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন স্টেইন। তারপর থেকে ৩৪ বছর বয়সি এই ফাস্ট বোলারকে আর প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলতে দেখা যায়নি। এরপর চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরে অাসেন স্টেইন।