নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রে জাতিদাঙ্গা নিয়ে মুখ খুললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের রাজ্যকে জাতির নামে ভাঙার প্রক্রিয়া চলছে। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। এর আগে জাতির নামে এইরকম ঘটনা কোনও দিন রাজ্যে ঘটেনি। পাশাপাশি এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে শিবসেনা সাংসদ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করুক। নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু অদৃশ্য হাত মহারাষ্ট্রকে শেষ করার জন্য কাজ করছে। কারা এর পেছনে রয়েছে সেটা প্রধানমন্ত্রীর খোঁজা উচিত।’
উল্লেখ্য, ভিমা-কোরেগাঁও হিংসায় উত্তপ্ত গোটা মহারাষ্ট্রের। এই হিংসা নিয়ে বিজেপি ও কংগ্রেস নেতাদের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চরমে উঠেছে। এই হিংসার ফলে রাজ্যের সাতটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। বুধবার এই ঘটনার প্রতিবাদের মহারাষ্ট্রে বনধের ডাক দিয়েছে দলিত নেতারা।