নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): অতিরিক্ত ঠাণ্ডা এবং ঘন কুয়াশার জেরে বুধবারও রাজধানী দিল্লির রেল, বিমান এবং সড়ক পরিষেবার অচলাবস্থা অব্যহত। বুধবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি বিমানের উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়ে যাত্রীরা। এদিন সকালে বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।
বিমানের পাশাপাশি ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। কম দৃশ্যমানতার জন্য যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ২১টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। অতিরিক্ত কুয়াশার জন্য সিগন্যাল স্পষ্ট করে না দেখতে পাওয়ার চালকরা বাধ্য হয়েই ট্রেনে আস্তে চালাচ্ছে। তার ফলে ৫৯টি ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। অন্যদিকে ১৩ টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এর ফলে চরম ভোগান্তি নিত্য যাত্রীদের। বহু মানুষ ট্রেন না পেয়ে স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। তার ফলে মানুষের ভিড়ে থিক থিক করছে প্রতিটা স্টেশন। উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় রেলের পক্ষ থেকে অতিরিক্ত যাত্রীদের চাপ কমাতে কিছু বিশেষ ট্রেনের পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
এছাড়াও দিল্লির সড়কে কম দৃশ্যমানতার বাসসহ একাধিক যানবাহন খুব আস্তে চলছে। ফলে বিপর্যস্ত হচ্ছে সার্বিক গণ পরিবহন পরিষেবা।
এদিন আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিনেও পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি বায়ু দূষণের মাত্রাও সমানে বেড়ে চলেছে।