সিমলা, ১৮ ডিসেম্বর (হিস)৷৷ গুজরাটের মত হিমাচল প্রদেশেও মসনদে বসছে বিজেপি৷ তবে হিমাচলপ্রদেশে পালা বদলে ক্ষমতা দখল করল বিজেপি৷ হিমাচল প্রদেশের মোট ৬৮ টি আসনের মধ্যে ৪৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ২১টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে৷ হিমাচল প্রদেশে ভাল ফলাফলের মধ্যেও দুঃসংবাদ বিজেপির জন্য৷ সুজানপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমাল৷ অন্যদিকে, অর্কী কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী তথা হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং৷ বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিং জয়ী হয়েছেন সিমলা (গ্রামীণ) আসনে৷ হিমাচলে বিজেপির মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল পরাজিত হওয়ায় এবার নতুন মুখ খুঁজতে হবে ভারতীয় জনতা পার্টিকে৷
হিমালয়ের কোলে এই রাজ্য নিয়ে লড়াইয়ে নেমেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ ও বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল৷ রাজ্যে আসন সংখ্যা ৬৮, ভোটে দাঁড়িয়েছেন মোট ৩৩৭ জন প্রার্থী৷ ভোটদানের হার ছিল ৭৫২৮ শতাংশ৷ হিমাচলে প্রতি ভোটে বদলে যায় সরকার৷ সেই হিসেবে কংগ্রেসকে সরিয়ে এবার বিজেপির ক্ষমতা দখলের সম্ভাবনা৷ আর বুথফেরত সমীক্ষারও দাবি, ক্ষমতাসীন কংগ্রেসকে হটিয়ে হিমাচল এবার দখল করবে বিজেপি৷ যদিও বিজেপি ম্যাজিক সংখ্যা ৩৫ এর থেকে অনেকগুলি আসনই বেশি পেয়েছে৷ এবারের নির্বাচনে দু’দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন৷ অথচ, দু’জনের কারওরই এবার আর হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া হল না৷ বীরভদ্র সিংহ এবং প্রেমকুমার ধুমল৷ প্রথমজন জিতলেও তাঁর দল কংগ্রেস হেরে গিয়েছে৷ ঝুলিতে গত বারের থেকে গোটা পনেরো আসন কম৷ আর দ্বিতীয় জনের দল জিতলেও তিনি নিজেই তো পরাজিত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রেমকুমার ধুমলের নাম ঘোষণা করেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তাই এবার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ সোমবার ফল প্রকাশের মাঝ পর্যায়ে দিল্লিতে পৌঁছে গিয়েছেন জয়রাম৷ তাঁকে নাকি ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ পরে এদিন হামিরপুর থেকে টেলিফোনে ধুমাল বলেন, দলের বড়সড় জয় এসেছে৷ ব্যক্তিগত পরাজয়ের থেকে দলের এই জয় অনেক বড় বিষয়৷ যাঁরা জিতেছেন তাঁদের প্রত্যেকের অভিনন্দন জানাচ্ছি৷ পরাজিতদের জন্য সমব্যাথী৷
2017-12-19

