ঢাকা, ২ নভেম্বর (হি.স.): বাবা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ঢাকার উত্তর বাড্ডা এলাকায়| বৃহস্পতিবার সকালে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডে অবস্থিত একটি বাড়ি থেকে বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ| মৃতদের নাম হল, জামিল হোসেন (৩৮) ও তাঁর মেয়ে নুসরাত (৯)| জোড়া খুনের ঘটনায় জামিলের স্ত্রী আরজিনাকে আটক করেছে পুলিশ|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডে অবস্থিত একটি বাড়ি থেকে বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয়| জামিল হোসেনের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে| শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৯ বছর বয়সি নুসরাতকে| জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে জামিলের স্ত্রী আরজিনাকে আটক করেছে পুলিশ|
2017-11-02
