জাকার্তা, ২৬ অক্টোবর (হি.স.) : বাজি কারখানায় বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত গোটা এলাকা৷ মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৭ জনের৷ গুরুতর আহত হয়েছেন প্রায় ৪৫ জন৷ ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে৷
জানা গিয়েছে, জাকার্তার গুরুত্বপূর্ণ এলাকা টানজিরাংয়ের একটি বাজি কারখানায় বৃহস্পতিবার আচমকাই আগুন লাগে৷ মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে৷ ভয়াবহ আকার নেয় কারখানার আগুন৷ কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা৷ কারকানাটিতে ১০৩ জন শ্রমিক কাজ করছিলেন, যখন আগুন লাগে৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
কারখানা চত্বর থেকে ২৩ জনের দেহ উদ্ধার করে দমকল ও পুলিশ বাহিনী৷ কালো ধোঁয়া থাকায় উদ্ধারকার্য ব্যাহত হয়৷ আগুনের শিখায় কারখানার একাংশ ভেঙে পড়ে৷ পরপর দুটি বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ কারখানা সংলগ্ন এলাকায় একটি জনবসতিও রয়েছে৷ নিরাপদে সেখানকার বাসিন্দাদের সরিয়ে দিয়েছে দমকল৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, এমনই আশঙ্কা কারখানা কর্তৃপক্ষের৷
2017-10-26

