নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : ডেরা সচ্চা সৌধার প্রধান গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীতকে গ্রেফতার করতে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশের এ-৯ বাংলোয় মঙ্গলবার সকালে অভিযান চালায় হরিয়ানা পুলিশ। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হানিপ্রীত ইনসান।গ্রেটার কৈলাশ ছাড়াও দিল্লির চিত্তরঞ্জনপার্কেও তল্লাশি অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানেও হানিপ্রীতের কোন খোঁজ পাওয়া যায়নি।
হানিপ্রীতের আইনজীবী প্রদীপ আর্য দাবি করেছেন সোমবার হানিপ্রীত তার দিল্লির লাজপথ নগরের দফতরের এসে আগাম জামিনের আবেদনপত্রে সই করে দিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য গত ২৫ শে আগস্ট হরিয়ানার সিরসাসহ রাজ্যের একাধিক জায়গায় হিংসা ছাড়ানোর মূলচক্রান্তকারী হিসেবে অভিযুক্ত হানিপ্রীত। হারিয়ানা রাজ্যের সদ্য প্রকাশিত ৪১ জন কুখ্যাত অপরাধীদের তালিকায় হানি প্রীতের নাম রয়েছে।
2017-09-26