নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের বুকে কলঙ্কজনক ঘটনা মান্দাইয়ে খবর সংগ্রহ করতে গিয়ে দুসৃকতী
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/09/Cong-Gherao-300x200.jpg)
হামলায় নৃশংস খুন তরুন সাংবাদিক শান্তুনু ভৌমিক৷ দোষীদের কঠোর শাস্তির দাবীতে পুলিশ হেড কোয়ার্টারে প্রদেশ কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে ডেপুটেশন৷ সোমবার পূর্ব ঘোষণা অনুয়াযী প্রদেশ কংগ্রেস ভবন থেকে পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশ হেড কোয়ার্টারে যায়৷ সেখানে ডিজিপি’র হাতে দাবী সম্বলিত সনদ তোলে দিয়েছে প্রতিনিধি দল৷ বিধায়ক গোপাল রায় রাজ্য আরক্ষা প্রশাসনের ব্যর্থতার জন্য আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে বলে সুর চড়িয়েছেন৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার তদন্ত ধামাচাপা দিতে চেষ্টা করছেন বলেও তোপ দেগেছেন শ্রীরায়৷ লাল ও গেরুয়া রাজ্যে অশান্তি সৃষ্টি করে ক্ষমতা দখলের চেষ্টা ভেস্তে যাবে৷ বিচার বিভাগীয় তদন্ত না হলে কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলনের ঝড় তুলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক গোপাল রায়৷ সাংবাদিকের রক্তের বিনিময়ে যারা রাজনীতি করছেন তাদের কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন বিধায়ক গোপাল রায়৷ উপস্থিত ছিলেন পি সি সি সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেস প্রদেশ সভাপতি সুশান্ত চক্রবর্তী, সদর জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা প্রমুখ৷
এদিকে, সাংবাদিক খুনের মামলায় দোষীদের শাস্তির জন্য হাইকোর্টের একজন সিটিং জজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করার দাবী জানিয়েছে কংগ্রেস৷ দলের বক্তব্য সি বি আই’র নিরপেক্ষতা এখন সন্দেহের উর্দ্বে নয়৷ রাজ্যে অশান্তি পাকানোর জন্য বামফ্রন্ট ও বিজেপিকে সমকক্ষে রেখেছে কংগ্রেস৷ দেশের সরকারের রিমোট কন্ট্রোলে কাজ করছে সিবিআই৷ ১৯৮০’র ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষয়িষ্ণু ইমেজ ও গদি বাঁচাতে সাংবাদিককে বলী করার কাঠগড়ায় মুখ্যমন্ত্রীকে দাঁড় করিয়েছে কংগ্রেস৷ ছোট পার্বতী রাজ্যে সাংবাদিক খুনের ঘটনা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছে দল৷