জম্মু ও কাশ্মীরে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.৫

শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা| কম্পন অনুভূত হয়েছে শ্রীনগরেও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (এইএসজিএস) জানিয়েছে, শনিবার ভোর ৫.৪৪ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুম্বাল শহরে, ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে|
মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| তবে ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *