মোহনপুরে চার চোরকে ধরে গণধোলাই, ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বাইক, তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ চুরির কান্ডে উত্তাল মোহনপুর৷ ফের দিনদুপুরে চুড়ি মোহনপুরে৷ এও আবার জনবহুল পুর পরিষদ এলাকায়৷ হাতে নাতে এলাকাবাসীদের দ্বারা ধৃত চার যুবক৷ বৃহস্পতিবার ও সেই রবীন্দ্রনপল্লিতে হয় চুরি৷ আজ ধনেশ দেবনাথ এর বাড়ি নিয়ে থেকে যায় ৩ লক্ষাধিক টাকার উপরে স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা৷ চুরি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়াতে ধরা পড়ে মনীষ সরকার, রাহুল পান তাঁতী , সমীর সরকার ও কমল গোয়ালা৷ ব্যাপক উত্তম মধ্যম দিয়ে শেষে পুলিশ এলাকাবাসীর সঙ্গে ধস্তাধস্তি করে চার যুবককে নিয়ে যায় সিধাই থানাতে৷ এরমধ্যে স্থানীয় যুবক মনীষ সরকার এবং রাহুল পান তাঁতীর বাইকটি পুড়িয়ে ফেলেন উত্তেজিত জনতা৷ আগুনে দাও দাও করছিল রাস্তায় দমকলের কর্মীরা বাইক দুটিকে রক্ষা করতে আসলে ও শেষ রক্ষা করতে পারেনি উত্তেজিত জনতার ধস্তাধস্তিতে৷ ২৪ ঘন্টা কেটে গেলেও অচেনা লোক চুরের নজরে পরিস্থিতি থমথমে৷ এলাকায় দেখছেন এলাকাবাসী৷ মোতাযেন করা হয়েছে প্রচুর সংখ্যায় টিএসআর৷ ঘটনার সুষ্ট তদন্ত করে যথাযত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ওসি হিমাদ্রি সরকার৷ শুক্রবার বিক্ষোভে ফের একবার উত্তেজিত হয়ে উঠে এলাকার সমস্ত জনগণ৷ ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার পুর প্রধান সুভাষ দেবনাথ৷ শান্তি শৃঙ্খলা নষ্টে চুরির ইস্যুতে জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে বলে গুঞ্জন চলছে এলাকাজুড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *