আগরতলা, ১১ সেপ্টেম্বর (হি.স.) টানা বর্ষণে আবার আগরতলা শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থা নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনগণ। রবিবার মধ্যরাত থেকে মাঝারি থেকে ভারি বর্ষণ শুরু হয় আগরতলা সহ গোটা রাজ্যে। রাতভর বৃষ্টিতে আগরতলার বহু নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবিত হয়ে গিয়ছে বেশ কিছু এলাকা।চলতি বর্ষা মরসুমের এটি তৃতীয় বিপর্যয় জনক স্থিতি বলে মনে করা হচ্ছে।
এদিকে নিকাশি ব্যবস্থা নিয়ে অতিষ্ঠ রাজধানী আগরতলার বনমালীপুর এলাকার জনগণ পথ অবরোধ করে বসেছেন। ভারি বৃষ্টির মধ্যেই মহিলারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাজপথে নেমে এসেছেন।
2017-09-11