দূর্নীতির অভিযোগ এনে রাজনগরে এবং পানীয় জলের দাবিতে চাকমাঘাটে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর / তেলিয়ামুড়া, ৭ সেপ্ঢেম্বর ৷৷ দূর্নীতির অভিযোগ এনে রাজনগরে এবং পানীয় জলের দাবিতে চাকমাঘাটে পথ অবরোধ করেছে ক্ষুব্ধ জনগণ৷ রাজনগরে পথ অবরোধে সামিল হয়েছিল বিজেপিও৷
বৃহস্পতিবার উদয়পুরের রাজনগর পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং ঐ এলাকার বিভিন্ন দাবীর সমর্থনে বৃহস্পতিবার পথ অবরোধে বসে এলাকার বিজেপি কর্মীরা৷ দীর্ঘ সাত ঘন্টা অবরোধ চললেও প্রশাসনের কেউ আসেননি অবরোধস্থলে৷ রৌদ্র এবং পরে বৃষ্টিকে উপেক্ষা করে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা সাড়ে সাত ঘন্টা অবরোধ করে রাখে রাজনগর-পিত্রা রাস্তা৷ বিশ লক্ষ টাকা ব্যায়ে যে রাস্তা করেছে তাতে দুর্নীতি হয়েছে বলে তারা অভিযোগ করেন৷ তাছাড়াও রাজনগরে সমস্ত রাস্তা চলাচলের অযোগ্য বলেও অভিযোগ করেন এলাকাবাসী৷ গ্রামে পানীয় জলের ব্যবস্থা নেই বললেই চলে৷ কেননা সকাল ছয়টায় পানীয় জল সরবরাহ করা হয় এবং আধ ঘন্টা পর জল চলে যায়৷ বাজারে একটি শৌচালয়ের জন্য বহুদিন যাবৎ দাবি জানানো হলেও পঞ্চায়েত কোন ভূমিকাই নিচ্ছে না৷ শাসক দলের সমর্থিত পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ তুলেছে বিজেপি৷
এদিকে, শুখা মরশুম শুরু হওয়ার আগেই তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে সমতলে৷ সংকট থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসীরা এবার জাতীয় সড়ক অবরোধ করল বৃহস্পতিবার চাকমাঘাটে৷ চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ৬ এবং ৭ নং ওয়ার্ডে পানীয় জনের তীব্র সংকট চলছে গত কয়েকদিন ধরে৷ এই সংকটের বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে ও জানানো হয়েছিল৷ কিন্তু পানীয় জলের সমস্যা একই তিমিরে৷ এই সংকট নিরসনের জন্য এলাকাবাসীরা বৃহস্পতিবার চাকমাঘাট এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে৷ পরে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *