লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স) : উত্তরপ্রদেশের লখনউ শহরে মাল থানা এলাকায় মঙ্গলবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সূত্র থেকে জানা যাচ্ছে যে, মঙ্গলবার সকাল ৬ টার সময় মাল থানা এলাকায় অবস্থিত খালের ধার থেকে সংন্দেহজনক অবস্থা যুবকের অজ্ঞত পরিচয়ে যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে মৃতের নাম ভুপেন্দ্র রাইদাস। পুলিশ সূত্র আরও জানানো হয়েছে যে মৃতের বয়স ২১।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সূত্র থেকে জানা গেছে ওই যুবক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির লোকদের বলে যায় সে বেড়াতে যাচ্ছে। পরে ওই ছেলেটির মৃতদেহ একটি খালের পার থেকে উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের পিতার দাবি যে তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। রাজনৈতিক স্বার্থচরির্থ করার জন্যই তার পুত্রকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ মৃত যুবকের পিতার অভিযোগের ভিত্তিতে হত্যার মামলা রুজু করেছে। গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতের পরিবারে শোকে ছায়া নেমে এসেছে।
2017-09-05