লস এঞ্জেলস, ৩ সেপ্টম্বর (হি.স.) : আমেরিকার লস এঞ্জেলসের উত্তরে অবস্থিত ভার্ডুগো পর্বতের বনাঞ্চল জ্বলছে দাবানলে। দাবানল ছড়িয়ে অগুনে ভস্মীভূত হয়েছে হয়ে গেছে কয়েকশো বাড়ি। ইতিমধ্যেই ৫৮০০ একর বনভূমি ভস্মীভূত। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভানোর জন্য মরিয়া হয়ে কাজ করছেন সেদেশের দমকল বাহিনী
ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশো দমকলকর্মী। হেলিকপ্টার এবং বিমান থেকে জ্বলন্ত বনের উপর ছেটানো হচ্ছে জল। কিন্তু জোরালো বাতাস এবং শুষ্ক আবহাওয়া এবং উষ্ণ তাপমাত্রার ফলে আগুনের তীব্রতা উত্তরোত্তর বাড়ছে। তা সামলিয়ে দাবানল নিয়ন্ত্রণ এখন তাঁদের কাছে সব চেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন লস এঞ্জেলেসের পুলিস প্রধান। লস এঞ্জেলেস এবং লাগোয়া অঞ্চল— বারব্যাঙ্ক, গ্লেনডেল, সানল্যান্ড এবং টুজুঙ্গা মিলিয়ে প্রায় ৮০০টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন লস এঞ্জেলেসের মেয়র। ইতিমধ্যেই টুজুঙ্গায় বেশ কিছু বাড়ি পুড়ে গিয়েছে। দমকলকর্মীদের সহায়তায় হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এজন্য তাঁদের ধন্যবাদ জানান মেয়র। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসের দাপটও কমার সম্ভাবনা। এছাড়া মেক্সিকো উপকূলের ঘূর্ণিঝড় লিডিয়ার ফলে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাহলে দাবানল নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে বলে মনে করছেন দমকলকর্মীরা।–