মুম্বই, ২ সেপ্টেম্বর (হি.স) : জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমারকে একটি তামিল সিনেমার রিমেকে দেখা যাবে বলে সূত্র থেকে জানা যাচ্ছে। দক্ষিণী অভিনেতা অজিত অভিনীত ভিরাম-দি ল্যান্ড অফ লুঙ্গিতে সিনেমার রিমেকে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। ইতিমধ্যে দক্ষিণ ভারতের এই অভিনেতার সাম্প্রতিক মুক্তি প্রাপ্ত সিনেমা ভিভিগাম রমরমিয়ে চলছে গোটা বিশ্বে। অন্যদিকে ভিরাম-দি ল্যান্ড অফ লুঙ্গি হচ্ছে অজিতের প্রথম সিনেমা। ওই সিনেমাটি প্রথম পরিচালনা করেছিলেন সিবা। সিনেমাটি গল্প একটি পরিবারকে নিয়ে। একই পরিবারের চার ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের জীবন ও পরিবারের জন্য তার আত্মত্যাগের গল্প এবং কি করে নিজের ভালবাসার দায়বদ্ধতার সঙ্গে পারিবারিক কর্তব্যের দ্বন্দ্বকে মোকাবিলা করে তাই দেখা যাবে এই সিনেমায়।
এইমুহূর্তে অক্ষয় অভিনীত টয়লেট এক প্রেম কথা রমরমিয়ে চলছে গোটা দেশে। তার আগের সিনেমায় জলি এলএলবি-২ ও ব্যাপক হিট করেছে। দক্ষিণী সিনেমার রিমেকটি পরিচালনা করবেন ফারহাদ। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিড নাদিয়াওয়ালা। শোনা যাচ্ছে অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যেতে পারে তমন্না ভাটিয়াকে।
2017-09-02