৯ আগস্ট জাতীয় কৃমিনাশক দিবসের আগস্ট রাউন্ড কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ৷৷ আগামী ১০ আগস্ট জাতীয় কৃমিনাশক দিবসের আগস্ট রাউন্ড কর্মসূচী সংগঠিত করা হবে৷ ঐ দিন রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ১ থেকে ১৯ বছর বয়সের সমস্ত শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ ‘অ্যালবেনডাজোল’ কাওয়ানো হবে৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ তিনি জানান, আগস্ট রাউন্ডে মোট ১১ লক্ষ ১৩ হাজার ৬২ জন শিশু ও কিশোর-কিশোরীকে কৃমিনাশক ঔষধ ‘অ্যালবেনডাজোল’ খাওয়ানোর লক্ষ মাত্রা নেওয়া হয়েছে৷ ৪ হাজার ৮৬১ টি সরকারী ও বেসরকারী বিদ্যালয়  এবং ৯ হাজার ৯১১ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে এই লক্ষমাত্রা পূরণ করা হবে৷ প্রতিটি অঙ্গনওয়ানী কেন্দ্রে ১ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশু এবং প্রতিটি সরকারী ও বেসরকারী বিদ্যালয়ে ৬ থেকে ১৯ বছর বয়সের শিশু, কিশোর-কিশোরীদের একটা আস্ত ‘অ্যালবেনডাজোল’ ট্যাবলেট খাওয়ানো হবে৷ যদি অসুস্থতা বা অনুপস্থিতির কারণে কোনো শিশু, কিশোর-কিশোরী ১০ আগস্ট কৃমিনাশক ঔষধ গ্রহণ করতে না পারে তাহলে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ী  কেন্দ্রে ১৭ আগস্ট মপআপ দিবসে এই ঔষধ খাওয়ানো হবে বলে তিনি জানান৷ স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কৃমিনাশক  দিবসের আগস্ট রাউন্ড কর্মসূচীর রাজ্যভিত্তিক উদ্বোধন অনুষ্ঠানটি আগামী ৯ আগস্ট সাব্রুম মহকুমার সাঁতচাঁদ ব্লকের কলাছড়ার বার্র্দং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হাবে৷ এর উদ্বোধন করবেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং৷ এই কর্মসূচীর সফল রুপায়ণের জন্য স্বাস্থ্যদপ্তর, শিক্ষাদপ্তর এবং সমাজ কল্যাম ও সমাজ শিক্ষা দপ্তর যৌথভাবে কাজ করছে৷ উল্লেখ্য ভারত সরকারের নির্দেশিকা অনুসারে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারী জাতিয় কৃমিনাশক দিবসের অঙ্গ হিসাবে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী বিদ্যালয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ১ থেকে ১৯ বছর বয়সের সমস্ত শিশু ও কিশোর-কিশোরীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো শুরু হবে৷ ২০১৬ সাল থেকে বছরে ফেব্রুয়ারি ও আগস্ট এই দুই রাউন্ডে কৃমিনাশক দিবস কর্মসূচী পালন করা হচ্ছে৷ আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্যমিশনের মিশন অধিকর্তা ডাঃ শৈলেশ যাদব৷