আগরতলা, ২২ জানুয়ারি: ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (টিপিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক দিলীপ কুমার চাকমা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে নিযুক্ত করেছেন। শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের ৩১৬ নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল দিলীপ কুমার চাকমা, আইএএস (অবসরপ্রাপ্ত)-কে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগে সম্মতি প্রদান করেছেন। তিনি দায়িত্বভার গ্রহণের দিন থেকেই এই পদে কার্যভার গ্রহণ করবেন। নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কাজকর্ম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

