ডোডায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ১০ জওয়ানের মৃত্যু, আহত আরও ১০

ডোডা, ২২ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ১০ জন সেনা আহত হয়েছেন। ডোডার ভাদরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খানি টপ এলাকায় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন বীর ভারতীয় সেনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা চিরদিন স্মরণ করব। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা।”

আরও একটি পোস্টে তিনি জানান, “এই গভীর শোকের মুহূর্তে গোটা দেশ শোকাহত পরিবারগুলির পাশে রয়েছে। আহত ১০ জন সেনাকে হাসপাতালে এয়ারলিফট করা হয়েছে। তাঁদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত আরোগ্য কামনা করছি।”

সংবাদ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৭ জন সেনা নিয়ে একটি বুলেটপ্রুফ সেনা যান উচ্চ পার্বত্য পোস্টের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সেনা ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। প্রথমে চার জন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়।

আহত অবস্থায় মোট নয় জন সেনাকে উদ্ধার করা হয়, যাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বিশেষ চিকিৎসার জন্য উধমপুরের সামরিক হাসপাতালে এয়ারলিফট করা হয়েছে।

উল্লেখ্য, এর কয়েক দিন আগেই গুলমার্গ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে দুই সেনা পোর্টার গভীর খাদে পড়ে প্রাণ হারান। গত ৮ জানুয়ারি অনিতা পোস্টের দিকে যাওয়ার সময় তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। দু’দিন পর তাঁদের দেহ উদ্ধার হয়। নিহতদের নাম লায়াকত আহমদ দিদার (২৭) ও ইশফাক আহমদ খাতানা (৩৩), বাড়ি বারামুল্লার চান্দুসা এলাকায়।

এছাড়াও গত বছরের মে মাসে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় আরও একটি সড়ক দুর্ঘটনায় তিন জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। ৪ মে সকাল সাড়ে ১১টা নাগাদ ব্যাটারি চশমা এলাকায় জম্মু থেকে শ্রীনগরগামী জাতীয় সড়ক ৪৪-এ সেনা কনভয়ের একটি ট্রাক প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় নিহত হন সেপয় অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর।

Leave a Reply