আগরতলা, ২১ জানুয়ারি: উত্তরপ্রদেশে জগৎগুরু শংকরাচার্য ও সাধু–সন্ন্যাসীদের উপর পুলিশি আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ধিক্কার ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগরতলার ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ চলাকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, তা সনাতনী ধর্ম রক্ষার দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাঁর বক্তব্যে তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, সংশ্লিষ্টরা ধর্মরক্ষার নামে ভণ্ডামি ও রাজনৈতিক স্বার্থসাধন করছে।
তিনি আরএসএস-এর তীব্র সমালোচনা করে আরও অভিযোগ করেন, দিল্লিতে বহু প্রাচীন মন্দির ভাঙা হয়েছে এবং ধর্মীয় প্রতীক ও মূর্তির অবমাননা করা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, কাশীর মতো প্রাচীন ধর্মীয় স্থাপত্যও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এসব ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, ইতিহাসে এমন ধ্বংসযজ্ঞ বিরল।
বিক্ষোভকারীদের বক্তব্য, উত্তরপ্রদেশে সাধু–সন্ন্যাসীদের উপর পুলিশের কথিত হামলা ও ধর্মীয় স্থাপনার ক্ষতিসাধনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে তাঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।

