আগরতলা, ২১ জানুয়ারি: মাদক পাচারের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ বাহিনী কাছাড় জেলায় একটি সফল অভিযান চালায়। ওই অভিযানে ত্রিপুরার তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ধৃতরা ২০ জানুয়ারি গভীর রাতে ৩০৬ নং জাতীয় সড়ক দিয়ে প্রায় ১,৩০,০০০ ইয়াবা ট্যাবলেট পাচার করেছিল। যার আনুমানিক বাজারমূল্য ৩৯ কোটি হবে।অভিযান চলাকালীন পাচারকারীদের কাছ থেকে দুটি টাটা ট্রাক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
উত্তর-পূর্বাঞ্চলে মাদক বিরোধী অভিযানে আসাম রাইফেলস দীর্ঘদিন ধরেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই সাফল্য মাদক পাচার চক্র ভেঙে দিতে চলমান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

