ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্ধানে বিলোনিয়ায় সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২০ জানুয়ারি : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পদে উপযুক্ত প্রতিভা অন্বেষণ এবং দলের প্রতিনিধিত্বকারী নতুন কণ্ঠস্বর খোঁজার লক্ষ্যে বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেসের আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী, দক্ষ ও সাবলীল বক্তাদের সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা একটি লিফলেটের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। লিফলেটে উল্লেখ করা হয়, যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের কংগ্রেসের মূল্যবোধের প্রতি ন্যায়নিষ্ঠ ও অটল থাকা, স্বচ্ছ ও স্পষ্ট চিন্তাভাবনা উপস্থাপনের ক্ষমতা, প্রত্যুৎপন্নমতিত্ব, দৃপ্ত ভাষা নির্বাচন ও দৃঢ় কণ্ঠস্বর, ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা, সংবাদমাধ্যমে বক্তব্য উপস্থাপনের যোগ্যতা এবং রাজনৈতিক সচেতনতা থাকা আবশ্যক।

জানানো হয়, এই কর্মসূচি শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৭ জানুয়ারি থেকে, যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আগামী ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানান কংগ্রেস নেতৃত্বরা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ইন্দ্রমানিক জমাতিয়া, আদিবাসী কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ঝিলিম কুমার রিয়াং, এসসি প্রদেশ কমিটির কনভেনর মানিক চন্দ্র দাস, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার, মৃত্যুঞ্জয় রিয়াং, সুশান্ত চৌধুরী, সঞ্জীব দেবনাথ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply