গ্রামীণ পরিকাঠামো জোরদারে অসমকে ২১৩.৯ কোটি টাকা ছাড়ল কেন্দ্র

গুয়াহাটি, ২০ জানুয়ারি: গ্রামীণ স্তরে প্রশাসনিক পরিকাঠামো মজবুত করা এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে অসমকে ২১৩.৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ‘আনটাইড গ্রান্ট’ হিসেবে এই অর্থ মঙ্গলবার রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে।

২০২৫–২৬ আর্থিক বছরের প্রথম কিস্তি হিসেবে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যের মোট ২,১৯২টি যোগ্য গ্রাম পঞ্চায়েত, ১৮২টি ব্লক পঞ্চায়েত এবং ২৭টি জেলা পরিষদের জন্য এই তহবিল মঞ্জুর করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং জলশক্তি মন্ত্রকের (পানীয় জল ও স্যানিটেশন বিভাগ) সুপারিশে এই অনুদান বরাদ্দ করা হয়েছে। অর্থ মন্ত্রকের মাধ্যমে রাজ্যের কাছে এই তহবিল ছাড়া হয়। পঞ্চদশ অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতি আর্থিক বছরে দুই দফায় রাজ্যগুলিকে এই অনুদান দেওয়া হয়।

এই ‘আনটাইড গ্রান্ট’ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলি তাদের নিজ নিজ এলাকার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। সংবিধানের একাদশ তফসিলে অন্তর্ভুক্ত ২৯টি বিষয়ে এই অর্থ ব্যয় করা যাবে। তবে বেতন ও প্রশাসনিক খরচ বাবদ এই অর্থ ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে।

এছাড়াও পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ‘টাইড গ্রান্ট’ বরাদ্দ থাকে, যা মূলত মৌলিক নাগরিক পরিষেবা উন্নয়নের জন্য নির্দিষ্ট। এর মধ্যে রয়েছে স্যানিটেশন ব্যবস্থা, খোলা শৌচমুক্ত (ওডিএফ) অবস্থান বজায় রাখা, গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনা, মানববর্জ্য ও ফিকাল স্লাজের পরিশোধন, পানীয় জলের সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ এবং জল পুনর্ব্যবহার সংক্রান্ত কাজ।

সরকারি মহলের আশা, এই অর্থ বরাদ্দের ফলে অসমের গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলি গতি পাবে এবং তৃণমূল স্তরে পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

Leave a Reply