পৃথক চুরির ঘটনায় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ, উদ্ধার সামগ্রী সহ গ্রেপ্তার অভিযুক্তরা

আগরতলা, ২০ জানুয়ারি : পৃথক দুটি চুরির ঘটনায় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন উদ্ধার করে পুলিশ। সাথে চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল আগরতলা টাউন হল সংলগ্ন প্যালেস কম্পাউন্ড এলাকার বাসিন্দা মৌমিতা দেবর্বমার বাড়িতে চোরের দল হানা দিয়েছে। হানা দিয়ে টেবিল ফ্যান ও পাছড়া সহ বিভিন্ন দামী জিনিস চুরি করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের হদিশ পাওয়া যায়। সাথে সাথে কাঁটাখাল এলাকা থেকে পুলিশ সুরজ দেববর্মা নামে চোরকে গ্রেফতার করে। দুইদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে আগরতলার নয়নামুড়া লাড্ডু চৌমুহনী এলাকার এক বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশী তদন্তে জানা গিয়েছে তাঁদের বাড়িতে রঙের কাজ চলছিল। রংমিস্ত্রিরাই চুরি করে পালিয়েছে। পরবর্তী সময়ে অভিযান চাকিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি চুরি করা স্বর্ণালংকার ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত এক স্বর্ণালংকার বিক্রেতাকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক সকল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই সাফল্যে এলাকায় স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।

Leave a Reply