আগরতলা, ১৯ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আগামী ২৩শে জানুয়ারি বরাবরের মতো শোভাযাত্রার আয়োজন করছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিবছরই বিদ্যালয় প্রাঙ্গণে আলাদা উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শহরবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা—সকলের মধ্যেই কাজ করে বিশেষ উন্মাদনা। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণে জোরকদমে চলছে শোভাযাত্রার প্রস্তুতি।
তবে এবছর একটি বিশেষ পরিস্থিতি রয়েছে। ২৩শে জানুয়ারির দিনেই বাগদেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠিত হবে। ফলে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে ব্যস্ততা আরও বেড়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, সরস্বতী পুজোর কারণে শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরবাসীর উপস্থিতি কিছুটা কম হতে পারে, কারণ অনেকেই পুজোর আয়োজনে ব্যস্ত থাকবেন।
তা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেতাজি জন্মদিনের শোভাযাত্রা ও সরস্বতী পুজো—দুটোই সমান গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে চলছে দুই অনুষ্ঠানের প্রস্তুতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, প্রতিবছরের মতো এ বছরও ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শোভাযাত্রার প্রস্তুতিতে অংশ নিচ্ছে। তবে একই দিনে সরস্বতী পুজো থাকায় কিছু বিষয়ে বাড়তি নজর দিতে হচ্ছে।
তিনি আরও জানান, শোভাযাত্রার রূপ বা আয়োজনে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। তবে বিদ্যালয়ে অনুষ্ঠিত সরস্বতী পুজোর সময়সূচীতে সামান্য পরিবর্তন করা হয়েছে, যাতে দুটি অনুষ্ঠানই নির্দিষ্ট সময়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়। শিক্ষক-শিক্ষিকারা সমন্বয়ের মাধ্যমে চেষ্টা করছেন, যাতে কোনওরকম অসুবিধা ছাড়াই উভয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
সব মিলিয়ে, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতিকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততা ও উৎসবের আবহ তৈরি হয়েছে।

