চড়িলাম, ১৮ জানুয়ারি: চড়িলামের বনকুমারি এলাকায় একের পর এক কৃষকের ফসল ধ্বংসের ঘটনায় তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, রাতের আঁধারে দুষ্কৃতিরা পরিকল্পিতভাবে কৃষকদের কৃষিজমিতে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছে, যার ফলে চরম আর্থিক সংকটে পড়ছেন কৃষকরা।
বনকুমারি এলাকার কৃষক রঞ্জন দেবনাথ ও হরিধন দেবনাথ জানান, গত কয়েকদিন ধরে তাদের লাউক্ষেত, কপি খেত ও খিরা ক্ষেত বারবার ধ্বংস করা হচ্ছে। এতে বহু দিনের পরিশ্রম ও বিনিয়োগ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলেন, এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে বাঁচাই দায় হয়ে পড়বে এবং না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হবে।
কৃষকদের অভিযোগ, রাজ্যে এ ধরনের ফসল ধ্বংসের ঘটনা যেন নতুন এক সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।
এই পরিস্থিতিতে কৃষকরা রাজ্যের কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অবিলম্বে দুষ্কৃতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা।

