শিক্ষা পরিকাঠামো শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১৭ জানুয়ারি: একটি সুস্থ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনও বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান রাজ্য সরকার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মোহনপুরের মধু চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন এবং তারাপুর, গোপালনগর ও বেরিমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মধু চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে।

বিদ্যুৎমন্ত্রী বলেন আমাদের রাজ্য সরকার ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণ করতে হলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। রাজ্য ও কেন্দ্র সরকার একসঙ্গে কাজ করছে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে। যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, তবে মানসম্মত শিক্ষা অপরিহার্য। কারণ শ্রেণিকক্ষেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ।”

তিনি আরও বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে।ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে তুলতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ২০১৮ সালের আগে যেখানে মাত্র ৯টি প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয় ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০টিতে। ২০১৮ সালের পর ১২টি বিদ্যাজ্যোতি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। ৪৭৮টি বিদ্যালয়ে চালু হয়েছে বৃত্তিমূলক শিক্ষা। শুরু হয়েছে ‘সুপার ৩০’ কর্মসূচি। আগে যেখানে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সংখ্যা ছিল ১১১টি, বর্তমানে তা বেড়ে হয়েছে ৪২২টি।”

শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানান বিদ্যুৎমন্ত্রী।

তিনি বলেন জি.বি হাসপাতালে ৯টি সুপার স্পেশালিটি পরিষেবা চালু হয়েছে, একটি সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে উঠছে। আমাদের সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর নীতিতে বিশ্বাসী। জনজাতির উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

Leave a Reply