আগরতলা, ১৭ জানুয়ারি : মলয়নগরের নিখোঁজ যুবক প্রণব দাসের সন্ধানে নাগাল্যান্ডের কোহিমাতে তল্লাশি অভিযান চলছে। প্রণব দাস নাগাল্যান্ডে ভিডিও সংগ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রণব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও সংগ্রহ করতেন এবং সেগুলি ব্লগের মাধ্যমে প্রকাশ করতেন। নাগাল্যান্ড পৌঁছানোর পর তিনি ফোনে মা-বাবার সঙ্গে কথা বললেও, ৩ জানুয়ারি থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। এরপর থেকে প্রণবের কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও পরিচিতদের মাধ্যমে খোঁজখবর করেও কোনও তথ্য মেলেনি।
আজ তাঁর সন্ধানে নাগাল্যান্ডের কোহিমাতে তল্লাশি অভিযান চলছে।

