গাঁজা-বিরোধী অভিযান, ধ্বংস প্রায় ১৫ হাজার গাছ

আগরতলা, ১৬ জানুয়ারি: সদর উত্তর জেলা জুড়ে ফের বড়সড় গাঁজা-বিরোধী অভিযানে নামল পুলিশ। আজ সিধাই থানার অধীন দু’টি সেক্টরে চালানো এই অভিযানে প্রায় ১৫ হাজার গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সিধাই থানার একাধিক দল একযোগে অভিযান চালায়। অভিযানের সময় মেঘলিবন্দ চা বাগান এলাকায় বিশেষ নজর দেওয়া হয়। সেখানে চা বাগানের চারটি পৃথক প্লটে অবৈধভাবে চাষ করা প্রায় ৭ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় মাদক চাষ ও পাচার রুখতেই এই অভিযান। অভিযানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কারা এই অবৈধ চাষের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে এবং মাদকমুক্ত এলাকা গড়ে তুলতেই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply