কৈলাসহর, ১৬ জানুয়ারি: রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন কিন্তু মাথায় হেলমেট নেই? সাধারণত এমন পরিস্থিতিতে পুলিশের জরিমানা বা মামলার ভয় থাকে। কিন্তু আজ দুপুর বেলা দৃশ্যটা ছিল একেবারে ভিন্ন। ট্রাফিক আইন ভাঙলে পুলিশ দিচ্ছে লাল গোলাপ, আর আইন মানলে জানাচ্ছে কুর্নিশ। পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এমনই এক মানবিক ও অভিনব প্রচার চালালো দা হোপ ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কৈলাসহর পুরপরিষদ ও আরক্ষা প্রশাসন যৌথ উদ্যোগে।
সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় তা চলবে আগামী কাল অর্থাৎ ১৭ই জানুয়ারি পর্যন্ত। এদিন কৈলাসহর পুরপরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মূলত যান দুর্ঘটনা রুখতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে দা হোপ ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কৈলাসহর পুরপরিষদ ও আরক্ষা প্রশাসন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার, দা হোপ ঊনকোটি মাল্টিস্পেশালিটি হসপিটালের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, দুর্ঘটনা এড়াতে জনগণের সুরক্ষার কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ গ্রহন করা হয়েছে। যান দুর্ঘটনা এড়াতে জনগণকে সচেতন হতে আহবান জানান তিনি এদিন।

