ইউনিয়ন হোম সেক্রেটারি জম্মু-কাশ্মীরে এলজি-এর সঙ্গে বৈঠক, যৌথ নিরাপত্তা পর্যালোচনা সভায় সভাপতিত্ব

জম্মু, ১৫ জানুয়ারি: ইউনিয়ন হোম সেক্রেটারি গোবিন্দ মোহন বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা-র সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মূলত নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসবিরোধী অভিযান এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এরপর হোম সেক্রেটারি ক্যানাল রোডের কনভেনশন সেন্টারে উচ্চস্তরের নিরাপত্তা পর্যালোচনা সভা-এর সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন আইবি ডিরেক্টর তপন দেকা, বিএসএফ ডিজি প্রভীন কুমার, সিআরপিএফ প্রধান জি.পি. সিং, জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাতসহ সেনা, পুলিশ, বেসামরিক ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

নিরাপত্তা বাহিনী জম্মুর উচ্চভূমি ও বনাঞ্চল জুড়ে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। প্রায় তিন ডজন সন্ত্রাসী, যার মধ্যে পাকিস্তানি নাগরিকও রয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে এই অঞ্চলে অনুপ্রবেশ করার পর লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সীমা এবং লাইন অফ কন্ট্রোল বরাবর ড্রোন সক্রিয়তার বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, ঘন কুয়াশার আড়ালে অনুপ্রবেশের অপেক্ষায় সন্ত্রাসীরা অবস্থান করছে।

সভায় পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাড়ানো, চলমান অভিযান, সীমান্তে ড্রোন অনুপ্রবেশ এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা এবং জম্মুর পাহাড়ি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সকালে হোম সেক্রেটারি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে লোক ভবনে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকে জঙ্গি অভিযান, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক বিষয়গুলোও আলোচনা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, “তারা কাশ্মীর ও জম্মুর দুই অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, চলমান সন্ত্রাসবিরোধী অভিযান এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থার কার্যক্রমগত প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পুলিশ, সেনা, অর্ধসামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

হোম সেক্রেটারির এই ভ্রমণ আসে এক সপ্তাহ পর, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসী পরিকাঠামো, তাদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার এবং তহবিল সংগ্রহের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।

দুই দিনের জম্মু-কাশ্মীর সফরের শেষে আজ হোম সেক্রেটারি দিল্লি ফিরে যাচ্ছেন।

Leave a Reply