আজ নয়াদিল্লিতে কমনওয়েলথ স্পিকারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: আজ নয়াদিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলন-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সম্মেলনে কমনওয়েলথের ৪২টি দেশের পাশাপাশি চারটি আধা-স্বায়ত্তশাসিত সংসদের মোট ৬১ জন স্পিকার ও প্রিসাইডিং অফিসার অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক স্তরে সংসদীয় ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সম্মেলনে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি সংসদীয় কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার, সাংসদদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব, সংসদ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর নতুন উদ্যোগ এবং ভোটদানের বাইরেও নাগরিক অংশগ্রহণ কীভাবে আরও বাড়ানো যায়—এই সব বিষয়েও মতবিনিময় হবে।

এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply