মহারাষ্ট্রে ২৯টি পুরসভার ভোটগ্রহণ চলছে, কড়া নিরাপত্তা

মুম্বই, ১৫ জানুয়ারি: মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। মোট ৮৯৩টি ওয়ার্ডে ২,৮৬৯টি আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

এই পুরভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৩ কোটি ৪৮ লক্ষেরও বেশি ভোটার। নির্বাচন পরিচালনার জন্য প্রায় ৪৪ হাজার কন্ট্রোল ইউনিট এবং প্রায় ৮৮ হাজার ব্যালট ইউনিট ব্যবহৃত হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রায় ২ লক্ষ আধিকারিক ও কর্মীকে নির্বাচন দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

ভোটদানে সুবিধার জন্য পুরসভা এলাকায় সমস্ত সরকারি দফতরে আজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, বিশেষ করে যেসব ভোটকেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

সব ভোটকেন্দ্রে প্রবীণ নাগরিক, অন্তঃসত্ত্বা মহিলা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

এই পুরসভা নির্বাচনের ভোটগণনা আগামীকাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply