তেহরান, ১৪ জানুয়ারি : ইরানে চলমান প্রতিবাদের মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানস্থ ভারতীয় দূতাবাস একটি নতুন সতর্কবার্তা জারি করেছে। ২০২৫ সালের জানুয়ারী ৫ তারিখের পূর্ববর্তী বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে, ভারতীয় দূতাবাস বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের, যাদের মধ্যে ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকরা আছেন, তারা যেন দ্রুত প্রাপ্ত পরিবহণ সুবিধা ব্যবহার করে ইরান ত্যাগ করেন, বিশেষ করে বাণিজ্যিক বিমানগুলোর মাধ্যমে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘‘ইরানের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায়, ভারতীয় নাগরিকদের সকলকে সতর্কতা অবলম্বন করতে এবং যে এলাকাগুলোতে প্রতিবাদ বা মিছিল চলছে, সেগুলি থেকে দূরে থাকতে বলা হয়েছে।’’ এছাড়া, দূতাবাস নাগরিকদের স্থানীয় মিডিয়া রিপোর্টগুলি মনিটর করার পাশাপাশি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্যও অনুরোধ করেছে।
ভারতীয় নাগরিকদের পাসপোর্ট এবং অন্যান্য আইডি প্রমাণপত্র সহজলভ্য রাখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘‘সকল ভারতীয় নাগরিককে তাদের ভ্রমণ এবং অভিবাসন সংক্রান্ত কাগজপত্র, যেমন পাসপোর্ট এবং আইডি কার্ড, সহজে প্রাপ্ত অবস্থায় রাখতে হবে। এই বিষয়ে যেকোনো সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।’’
দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বরগুলোও প্রকাশ করা হয়েছে, মোবাইল: +989128109115; +989128109109; +989128109102; +989932179359; ইমেইল: ons.tehran@mea.gov.in
এছাড়া, যেসব ভারতীয় নাগরিক এখনও ভারতীয় দূতাবাসে নিবন্ধিত হননি, তাদেরকে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। নিবন্ধন করার জন্য একটি লিংকও প্রদান করা হয়েছে: https://www.meaers.com/request/home। ইরানে ইন্টারনেট সমস্যা হলে তাদের পরিবারও ভারতে এই নিবন্ধন করতে পারবে।
এদিকে, ইরান চলমান প্রতিবাদ ও সরকারী দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে। গত দুই সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে, যার ফলে এখন পর্যন্ত ২,৫৭১ জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে।

