আগরতলা, ১৪ জানুয়ারি: ছুটিতে বাড়ি এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক টিএসআর জওয়ান। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। আহত জওয়ানের নাম জসিম উদ্দিন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ছুটিতে বাড়িতে ফিরেছেন গতকাল রাতেই। আজ সকালে মায়ের সঙ্গে রাবার বাগানে কাজ করতে যান। সেই সময় হঠাৎ একটি শুকনো ডাল ভেঙে তার মাথায় ও ঘাড়ে ভেঙে পড়ে যায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জসিম উদ্দিন।

